নামজারি করতে কতদিন সময় লাগে

নামজারি আবেদন করার পর এখন কাজ শুধু অপেক্ষা করা। কিন্তু কতদিন অপেক্ষা করতে হবে সেটা অনেকেই জানেন না। তাহলে নামজারি করতে কতদিন সময় লাগে জানুন এই পোস্টে।

সাধারণত নামজারি আবেদন করার আপনার আবেদন প্রক্রিয়া যদি সঠিক থাকে তাহলে সহকারী কমিশনার ভূমি আপনার আবেদন চূড়ান্ত অনুমোদন করেন। তারপরে অফিস সহকারী অনলাইনে এর খতিয়ান প্রস্তুত করেন। এইসব প্রক্রিয়া সম্পন্ন হতে কতদিন লাগে তা বিস্তারিত জানতে এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন। 

নামজারি করতে কতদিন সময় লাগে

সাধারণত নামজারি আবেদন করার ২৮ দিনের মধ্যে নামজারি নিষ্পত্তি হয়ে থাকে। বর্তমানে নামজারি করতে সবোর্চ্চ ২৮ দিন পর্যন্ত সময় লাগে। 

২৮ দিন পর নামজারি প্রস্তুত হয়ে গেলে ডিসিআর ফি প্রদানের জন্য আপনার মোবাইলে এসএমএস পাঠানো হবে। তারপর অনলাইনে ডিসিআর ফি পরিশোধ করে জমির খতিয়ান কপি প্রিন্ট করে নিতে হবে। 

এখন অনেক আবেদনকারীর ২৮ দিনের পরেও ডিসিআর ফি প্রদানের জন্য এসএমএস আসে না।  আপনারও যদি এমন হয় তাহলে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করবেন।

আরও পড়ুন — নামজারি করতে কত টাকা লাগে

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-

নামজারি করতে কতদিন লাগে?

নামজারি করতে সবোর্চ্চ ২৮ দিন লাগে।

নামজারি হতে দেরি হলে করণীয় কি?

সাধারণত নামজারি আবেদন করার ২৮ দিনের মধ্যে নিষ্পত্তি হয়। ২৮ দিন পরেও যদি নামজারি নিষ্পত্তি না হয় তাহলে ভূমি অফিসে যোগাযোগ করবেন।

2 thoughts on “নামজারি করতে কতদিন সময় লাগে”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top